ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে একটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
বুধবার রাতে গ্রিনজোনের একটি চেক পয়েন্টে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রেস্তোঁরার চেকপয়েন্টের সামনে দাঁড়ানো ইরাকের এক সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
পরবর্তীতে মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে আরেকটি কাতিউশা রকেট আঘাত হানে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। ইরাকের নিরাপত্তা সূত্র এ খবর জানিয়েছে।
রকেট হামলার সময় ওই এলাকায় সাইরেন বাজানো হয়। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে গ্রিনজোন এলাকায় বেশ কয়েক দফা কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। তবে বুধবার রাতের এ হামলার পর পুরো ইরাকবাসী সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে।ইরাকের মানবাধিকার কমিশন জানিয়েছে, এ বছরে সর্বশেষ সপ্তাহব্যাপী বিক্ষোভে কমপক্ষে ১০০ জন মারা গেছে ও পাঁচ হাজার পাঁচশ’ জন আহত হয়েছে।
কমিশন এএফপিকে জানিয়েছে, হতাহতের বেশিরভাগ ছিল বেসামরিক নাগরিক। যারা হয়তো টিয়ার গ্যাসের ফলে দম বন্ধ হয়ে অথবা টিয়ার সেলের আঘাত বা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল।