জামালপুর সদর উপজেলার টেবিরচর, ভাটি গজারিয়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে বাক প্রতিবন্ধী মো: সুমন মিয়া গত ৭ মে নান্দিনা বাজার থেকে হারিয়ে গেছে। ছেলেটির বয়স ২৪ বছর। পরনে ছিল সাদা-কালো ফুটা-ফুটি শার্ট ও কালো প্যান্ট। তার গায়ের রঙ ফর্সা। হাতের কনুইয়ের কাছে বড় আকারের কাটার দাগ রয়েছে। যদি কোন সহৃদয়মান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন তবে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
বন্ধু টেলিকম সেন্টার, টেবিরচর, আনন্দবাজার, জামালপুর সদর, জামালপুর। মোবাইল নাম্বার ০১৭৭৯-২৬৬৪২৫,০১৭৩৫-৭৩১৮৪৩।
শেরপুর টাইমস/ বা.স