শেরপুরের নালিতাবাড়ীতে বাক প্রতিবন্ধী লোকটি তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। ইশারা ইঙ্গিতে বুঝাতে চাইলেও মুখে স্পষ্ট করে বলতে পারে না নাম বা পুরো ঠিকানা। তকে দুই তিন বছর আগে উপজেলার আমবাগান বাজারের এলাকায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পরিচয় জানতে চাইলে সে কোন কথা বলতে পারেনা। দিনের বেলায় এদিক সেদিক ঘুরাফেরা করলেও রাত্রী কাটে তার অনেক কষ্টে। এমনিতেই শীতের মৌসুম। এই বাক প্রতিবন্ধী লোকটি বর্তমানে আমবাগান বাজারের পোড়াগাঁও ইউনিয়নের আমবাগান বাজারের রয়েছে। লোকটি তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। এমনকি গভীররাত পর্যন্ত ডুকরে ডুকরে কাঁদে। তার পরিচয় নিশ্চিত না হয়ে কারও কাছে তুলেও দেয়া যাচ্ছে না।
যদি কোন মহৎপ্রাণ ব্যক্তি এই বাক প্রতিবন্ধী লোকটিকে চিনে থাকেন। তাহলে ফোনে যোগাযোগ করুন, ০১৭৩৪১২১০০০ অথবা ০১৭১৫৮১৪৫১৯,
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ফারুক হোসেন)