শেরপুরের নালিতাবাড়ীতে বাক প্রতিবন্ধী ছেলেটি তার মা-বাবার কাছে ফিরে যেতে চায়। ইশারা ইঙ্গিতে বুঝাতে চাইলেও মুখে স্পষ্ট করে বলতে পারে না মা-বাবার নাম বা পুরো ঠিকানা। তকে পনেরো বিশ দিন আগে উপজেলার বারমারী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পরিচয় জানতে চাইলে সে কোন কথা বলতে পারেনা। শুধু বাফি/ ইশি এমন কথা বলতে পারে। দিনের বেলায় এদিক সেদিক ঘুরাফেরা করলেও রাত্রী কাটে তার অনেক কষ্টে। এমনিতেই শীতের মৌসুম। এই বাক প্রতিবন্ধী ছেলেটি বর্তমানে বারমারী বাজারের পোড়াগাঁও ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মসিউর রহমানের তত্ত্বাবধানে রয়েছে। মসিউর রহমান জানান, ছেলেটি তার মা বাবার কাছে ফিরে যেতে চায়। এমনকি গভীররাত পর্যন্ত ডুকরে ডুকরে কাঁদে। তার পরিচয় নিশ্চিত না হয়ে কারও কাছে তুলেও দেয়া যাচ্ছে না। যদি কোন মহৎপ্রাণ ব্যক্তি এই বাক প্রতিবন্ধী ছেলেটিকে চিনে থাকেন। তাহলে ফোনে যোগাযোগ করুন মসিউর রহমান, ০১৭১৪৮৮৮৭৫০ অথবা ০১৭১২৪৭৮৮৬২ এই নম্বরে। সে এখন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মসিউর রহমানের কাছে আছে। ছেলেটির বাবা মার কাছে ফিরে যেতে সকলের সহায়তা চান তিনি।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।