শেরপুরের নালিতাবাড়ীর ‘ভিশন মিডিয়া’ কর্তৃক প্রকাশিত সংবাদপত্র বাংলার কাগজ এর চার বছর পূর্তি এবং একই প্রতিষ্ঠানের ‘চ্যানেল বাংলা’র শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
২৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এর অনুষ্ঠান সম্পন্ন হয়। ভিশন মিডিয়া এর নির্বাহী প্রধান মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চান। চ্যানেল বাংলা’র উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। প্রিয় অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান। প্রিয় অতিথি হিসেবে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। প্রিয় মুখ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, বাংলার কাগজ উপ-সম্পাদক এম. সুরুজ্জামান, স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মিশু, আব্দুল মোমেন, প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল। সঞ্চালনায় ছিলেন স্টাফ রিপোর্টার জাহিদুল হক মনির ও রিপোর্টার্স ক্লাবের সদস্য জয়নাল আবেদীন।
আলোচনা শেষে পত্রিকাটির অন্যতম শোভাকাঙ্খী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, প্রধান অতিথি ফজলুল হক এমপি ও অন্যান্য অতিথিবৃন্দের হাতে সম্মাননা তোলে দেওয়া ছাড়াও বাংলার কাগজ এর সেরা স্পন্সর হিসেবে আলহাজ্ব মোশারফ হোসেন, দ্বিতীয় সেরা স্পন্সর হিসেবে আলহাজ্ব আমিনুল ইসলাম, তৃতীয় সেরা স্পন্সর হিসেবে মুরাদুজ্জামান মুরাদ মিয়া এবং নিয়মিত স্পন্সর হিসেবে ইউপি চেয়ারম্যানফারুক আহমেদ বকুল ও খন্দকার শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য স্পন্সরদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সেরা প্রতিবেদকের সম্মাননা পান মাজহারুল ইসলাম মিশু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আগত টেলিভিশন চ্যানেলের শিল্পীবৃন্দের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।