মৌসুম শুরুই হয়নি। তার আগেই মুখোমুখি হয়ে যাচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তবে এই মহারণ কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতাতে নয়। প্রীতি ম্যাচে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রোববার সকাল ৯টায়।
রিয়াল মাদ্রিদের জন্য এটাই প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ। বার্সেলোনা এরই মধ্যে কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে।
প্রীতি ম্যাচ হলেও দুই প্রতিযোগী যেহেতু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ- সে কারণেই এই ম্যাচ নিয়ে সবার আগ্রহে তুঙ্গে। ম্যাচ শুরুর আগে বার্সার নতুন রিক্রুট ব্রাজিলিয়ান রাফিনহা জানিয়েছেন বার্সেলোনাই রিয়ালের চেয়ে এগিয়ে।
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের পর এই ম্যাচের আগে এখনও পর্যন্ত যেহেতু মাঠে নামেনি রিয়াল, সে কারণে বার্সার চেয়ে রিয়াল মানসিকভাবে কিছুটা পিছিয়ে এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয়, কে কার চেয়ে এগিয়ে, প্রমাণ হবে মাঠেই।