ভারত এর মধ্যেই নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করলেও বাংলাদেশের জন্য এই ম্যাচ বিশ্বকাপে টিকে থাকার লড়াই। এ মাচে হারলে বিশ্বকাপকে বিদায় জানাতে হবে সাকিব-তামিমদের।
এমন সমীকরণে যখন মাঠে লড়ছে বাংলাদেশ-ভারত ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সমর্থকরা। ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একে অপরের দিকে ছুড়ে দিচ্ছে নানান মন্তব্য।
ফখরুল জাবেদ নামের একজন লিখেছেন, সুষ্ঠু খেলা হলে আমরা (বাংলাদেশ) জিতবো।
ভারতের বাসিন্দা রীতাব্রত ব্যানার্জি লিখেছেন, একটি ম্যাচ, দুই জাতীয় সংগীত এবং এক ও একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর।
অর্থাৎ খেলায় ভারত ও বাংলাদেশ প্রতিযোগী হলেও, খেলার শুরুতে যে জাতীয় সংগীত গাওয়া হয়েছে, সেই দুই দেশের দুই জাতীয় সংগীতই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর তা নিয়ে অনেক মন্তব্য ও ছবি দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে।
জাতীয় সংগীত নিয়ে একটি ছবি শেয়ার করেছেন ভারতের সমর্থক শতরূপ ঘোষ।
খেলায় প্রথমে ব্যাটিং করে ভারতের রান তোলা নিয়ে ক্ষুদ্ধ বাংলাদেশের অনেক সমর্থক।
তাদের একজন অ্যানি রিয়াজ লিখেছেন, আমাদের খেলোয়াড়দের নড়াচড়া দেখে মনে হচ্ছে, ওরা ভেবেই নিয়েছে ওরা আজ…।
ভারতের মারকুটে ব্যাটিং দেখে অনেকে যেমন হতাশা প্রকাশ করছেন, অনেকে আশাও প্রকাশ করছেন।
মারুফ মল্লিক যেমন লিখেছেন , ব্যাপার না, সাব্বির ৩০ বলে ১০০ করবে।
“ব্যাপার না, রোহিতকে একটা সুযোগ দিলাম। ” রোহিত শর্মার ক্যাচ মিস করার পর মন্তব্য করেছেন বাংলাদেশের ইয়াসিন আরাফাত।
এ ধরণের আর হাজারো মন্তব্য লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।