(চন্দ্রকোণা ,নকলা সংবাদ দাতা ) : বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে উদ্দিপনা পুরুস্কার পেল শেরপুরের কলেজ ছাত্র সুখন |সে নকলা উপজেলার চন্দ্রকোনা ডিগ্রী কলেজের ছাত্র । গত ১৯ মার্চ অনাম্বড় এক অনুষ্ঠানে তার হাতে এ পুরুস্কার তুলে দেওয়া হয়।
জানা গেছে, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পত্র লেখতেন সুখন | বেতার কতৃপক্ষ প্রতি বছরে দুই বার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা পত্র লেখক এবং কুইজ বিজয়ী নির্বাচন করেন | তার মধ্যে এ বছর চন্দ্রকোনা ডীগ্রি কলেজের ছাত্র সুখনও নির্বাচিত হন|
তার অনুভুতি সম্পর্কে জানতে চাইলে সে জানায়, ” বেতারে এটাই আমার জীবনের প্রথম পুরূষ্কার পাওয়া | যে অনুভূতি লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা | কি পুরুষ্কার পেলাম সেটা বড় কথা না, বরং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল যে আমাকে মূল্যায়ন করেছে এটাই হল বড় কথা | আমার একটাই আশা আমি যত কষ্ট করেই হোক আমাদের এলাকায় আবারো সেই আগের মতো বেতার শ্রুতা ৈতরি করবো | সেটা অবশ্যই শ্রোতা ক্লাব গঠনের মাধ্যমে | আমরা কেন ভুলে যাবো বেতারকে ? যে বেতার আমাদের মহান মুক্তি যুদ্ধে একমাত্র গণমাধ্যম হিসেবে কাজ করেছে, সেই বেতারকে আজ আমরা কেন দূরে সরিয়ে রাখব।
উল্লেখ্য শেরপুর থেকে আরও একজন নির্বাচিত হয়েছেন তিনি হলেন শ্রীবরদী উপজেলার মাহফুজুর রহমান নামে এক যুবক |