বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিউটের (বিজেআরআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর জেলার কৃতি সন্তান কৃষিবিজ্ঞানী ড. আবদুল আউয়াল। ২৯ মে রবিবার কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ অধিশাখার উপ-সচিব দিল আফরোজা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চলতি দায়িত্ব হিসেবে ওই নিয়োগ দেওয়া হয়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিউটের মহাপরিচালক ড. আবদুল আউয়াল। এর আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএনআরসি) সদস্য পরিচালক ছিলেন।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামের আব্দুল মাওলা ও গুলেছা খাতুনের ৮ সন্তানের মধ্যে চতুর্থ সন্তান ড. আবদুল আউয়াল। তিনি ১৯৮৬ সনে স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৮ সালে শহীদ নাজমুল স্মৃতি কলেজ থেকে এইচএসসি পাসের পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি চাকরিজীবনে বিভিন্ন ক্ষেত্রে একজন মেধাবী ও যোগ্য কর্মকর্তা হিসেবে কৃতিত্বের সাক্ষর রেখে চলেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ মেয়ে সন্তানের জনক এবং স্ত্রী শেফালী খাতুন একজন গৃহিণী।
বিজেআরআই’র মহাপরিচালক নিযুক্ত হওয়ায় এক প্রতিক্রিয়ায় কৃষিবিজ্ঞানী ড. আবদুল আউয়াল কৃষিবান্ধব সরকারের প্রধান দেশরত্ন শেখ হাসিনা এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, তিনি সরকারের কৃষিনীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। নতুন নিয়োগ তার সেই কাজে আরও উদ্দীপনার সৃষ্টি করবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে বিজেআরআই’র মহাপরিচালক হিসেবে শেরপুরের কৃতি সন্তান কৃষিবিজ্ঞানী ড. আবদুল আউয়ালের নিয়োগে অভিনন্দন জানিয়েছেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতি-প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন মহল।