নতুন বছরের শুরুটা বাংলাদেশের বিপক্ষেই করতে যাচ্ছে নিউজিল্যান্ড। আগামী জানুয়ারিতে টাইগারদের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে ব্লাক ক্যাপসরা। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজটি খেলতে আগামী ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ডে পা রাখবে টাইগাররা।
আইসিসির এফটিপিতে তিনটি টি-২০ খেলার কথা থাকলেও প্রকাশ করা সূচীতে সেরকম কিছু জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। দুই টেস্টের প্রথমটি শুরু হবে নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল মাঠে। ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
নিউজিল্যান্ড সরকার বাংলাদেশের সফরের জন্য ইতোমধ্যে ৩৫টি আইসোলেশন ও কোয়ারেন্টিন সিট বুকিং করে রেখেছে, ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টিন (এমআইকিউ) সুবিধার অধীনে। নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দলকে পূর্ণ কোয়ারেন্টিন পালনের কথা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ দলকে নিউজিল্যান্ডের বিমান ধরতে হবে পাকিস্তান সিরিজের পরপরই।
#বিডি২৪লাইভ