শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি বলেন, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই আমরা দেশ স্বাধীন করেছি। আমরা সকলে মিলে দেশকে গড়ে তুলবো। বর্তমান সরকার সকল ধর্মের-সকল মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। কেউ নিজেকে অসহায় মনে করবেন না। বিপদ-আপদে আমাদের অবহিত করবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো । গতকাল রোববার বিকেলে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন্।
জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত এসভায় শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারন সম্পাদক, কানু চন্দ্র চন্দ, ঐক্য পরিষদ নেতা তাপস কুমার সাহা, প্রভাষক মলয় চাকী, অ্যাড. নরেশ চন্দ্র দে, কবি কমল চক্রবর্তী, কবি ও লেখক মানিক সরকার, নৃপেন ঘোষ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে, সাধারন সম্পাদক সঞ্জীব চক্রবর্তী, নকলা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ ধর সুভাষ, সাধারন সম্পাদক অভিজিৎ বনিক, প্রভাষক জয়ন্ত দেব, ঝুমুর পোদ্দার, শ্রীবরদীর সভাপতি সুশান্ত কুমার সোম মনা, সাধারন সম্পাদক দিলীপ বিশ^াস, নালিতাবাড়ীর সাধারন সম্পাদক লুইস নেংমিংজা, যুগ্ম সম্পাদক বিধান সরকার শিবু, ঝিনাইগাতীর সাধারন সম্পাদক শিক্ষক জীবন চক্রবর্তী, য়ুব ঐক্য পরিষদের আহবায়ক প্রকৌশলী শান্ত রায়, সদস্য সচিব ইন্দ্রজিত বর্মণ, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক শুভঙ্কর সাহা, সদস্য সচিব রজত সাহা অন্তুসহ জেলা ও উপজেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। পরে জেলায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিভিন্ন দাবি দাওয়া ও সংকট নিয়ে জেলা প্রশাসক কে অবহিত করা হয়। ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কথা অত্যন্ত ধৈয্যের সাথে শুনেন জেলা প্রশাসক।
ঐক্য পরিষদ নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসব ও নালিতাবাড়ীর বারোমারী মিশনে মা ফাতেমা রানীর তীর্থোৎসব নির্বিঘ্নে শেষ করার জন্য জেলা প্রশাসকের সহায়তা কামনা করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্নস্থানে সংখ্যলঘুদের ওপর হামলা, মন্দির ও শ্মশান বেদখল, করোনাকালীন সরকারী সহায়তা প্রাপ্তির বিষয়ে জেলা প্রশাসক কে অবহিত করেন। এসময় জেলা প্রশাসক মোমিনুর রশিদ বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।
এর আগে সকালে মা ভবতাঁরা নাট মন্দিরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে করোনা ভাইরাসে মৃত’বরণকারী দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন ও প্রার্থনা করা হয়। এতে কমিটির ১০১ সদস্য বিশিষ্ট সদস্য ছাড়াও মহিলা, যুব ও ছাত্র ঐক্য পরিষদের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় ওই সভায় সাধারন সম্পাদক কানু চন্দ্র চন্দ, প্রবীন আইনজীবি অ্যাডভোকেট হরিদাস সাহা, শেরপুর শহর কমিটির সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ চাকী, মহিলা ঐক্য পরিষদ নেতা রঞ্জনা সাহা ও নেহেলিকা দিব্রা সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।