বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেছেন বাংলাদেশের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা আসছে। সেটার বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাতের চেহারা পাল্টে যাবে।
সোমবার (২৮ মার্চ) হোটেল প্যান প্যাসিফিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
একই অনুষ্ঠানে অংশ নিয়ে ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, দেশের স্বার্থ বিবেচনায় পজিটিভ সংবাদ প্রচার করতে হবে। পর্যটন খাত নিয়ে নেতিবাচক খবর প্রচার না করাই ভালো।
তিনি বলেন, নেতিবাচক সংবাদ প্রচার করলে বিশ্বের অন্যান্য দেশ থেকে পর্যটক আসতে নিরুৎসাহিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের দেশে ১১৯২টি পর্যটন স্পট আছে। কক্সবাজার ও সেন্টমার্টিনের পাশাপাশি অন্য স্পটগুলোতেও যেন মানুষ যায় সেটিও খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে ইউএস বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) কামরুল ইসলাম বলেন, আমরা ২০১৬ সাল থেকে সব নিয়ম মেনেই আন্তর্জাতিকভাবে যাত্রা শুরু করেছি। সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাইয়ে আমরা নিয়মিতভাবে চলাচল করছি।
তিনি বলেন, শুধুমাত্র ট্যুরিজম নিয়ে ভাবলেই হবে না। ট্যুরিজমের পাশাপাশি সব বিষয়ে উন্নয়নের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।