বাংলাদেশের কৃষকরা এখন ভালো নেই বলে অভিমত প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
শুক্রবার (১১ফেব্রুয়ারী) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামে সেচপাম্প নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহননকারী কৃষক সফিউদ্দিনের বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে এসে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশের কৃষকরা এখন ভালো নেই। কোন শ্রেণি-পেশার মানুষই ভালো নেই। বিভিন্ন সময় কৃষকরা ফসলের ন্যয্য দাম না পেয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহননের এ ঘটনা সারাদেশ নাড়িয়ে দিয়েছে, স্তম্ভিত করেছে। আমরা হতবাক হয়েছি।
তিনি আরও বলেন, আমাদের দল সবসময় নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে ছিল। এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয় আমরা এসেছি সমবেদনা ও সহমর্মিতা জানাতে।
পরে তিনি আত্মহননকারী কৃষক সফিউদ্দিনের স্ত্রী আবেদা বেগমের হাতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দ, কেন্দ্রীয় কৃষক দল নেতা ও বগুড়া-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মোশাররফ হোসেন, কুটিরশিল্প বিষয়ক সম্পাদক মজিবর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নেতৃবৃন্দ কৃষক সফিউদ্দিনের সেচপাম্প পরিদর্শন করে তার কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী বুধবার ভোররাতে কৃষক সফিউদ্দিন সেচপাম্প নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপে নিজে ফাঁসির মঞ্চ বানিয়ে ফসলের মাঠে আত্মহত্যা করেন। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ও প্রতিপক্ষ আহাম্মদ আলীকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করা হয়েছে।