
:ফরিদা আখ্তার মায়া:
চৈত্রের দুপুর, পাতার নুপুর
রিনি ঝিনি সুর
মন ছুটে দূর
হাওয়ার তালে, মহুয়ার ডালে
ছুটে চলে মন
কোথায় সুজন?
পলাশ বনে, হিয়ার সনে
আবিরের খেলা
কেটে যায় বেলা
ঘোমটা খোলে,হাওয়ায় দোলে
কোকিলের সুরে
যায় বহুদূরে
মাঝির গানে ভাটির টানে
রাঙ্গা সিঁদুর
বেদনা বিধুর।