শেরপুরে নকলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
সকলা ১০টায় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মুক্ত মঞ্চ থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।
তাছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানহর সহ উপজেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংঘঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
তারপর সবার উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ভূরদী খন্দকারপাড়া কৃষি পণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, প্রভাতী বিদ্যাপীঠ, বা.ই.দা মাদরাসা ও উপজেলার একমাত্র অষ্টম শ্রেণি উন্নতি করন পাইলট প্রকল্পের বানেশ্বর্দী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ ১৭ মার্চ শুক্রবার সকালে কালেক্টরেট চত্ত্বরে অস্থায়ী বেদীতে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে দিবসের সূচনা করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এসময় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।