বাংলাদেশে ৩৩ শতাংশের বেশি কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সম্পর্কে সঠিক শিক্ষা পায় না। এমনকি বাল্যবিবাহের কারণে দেশের ১১ দশমিক ৩ শতাংশেরও অধিক অল্পবয়স্ক মেয়ে বয়ঃসন্ধিকালে গর্ভধারণ করে এবং তাদের মধ্যে ১৬ থেকে ১৮ শতাংশ কিশোরী নানাবিধ মানসিক সমস্যায় ভোগে। এর ফলে তাদের ভিতর অপরিকল্পিত গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত, যৌনবাহিত রোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।
রোববার (১৪ জানুয়ারি) সিমেড হেলথ আয়োজিত “স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট হেলথ কেয়ার: সুস্বাস্থ্য, এআই ভ্যালিডেশন” শীর্ষক এক কর্মশালায় মূল প্রবন্ধে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ সামাজিক কলঙ্ক, সাংস্কৃতিক নিষেধাজ্ঞা এবং লিঙ্গ বৈষম্যের অন্তর্নিহিত কারণ। বাল্যবিবাহ, কম গর্ভনিরোধকের স্বল্প ব্যবহার, বয়ঃসন্ধিকালীন উচ্চ প্রজনন হার এবং দুর্বল যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে অবদান রাখে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিমেড হেলথের মেডিকেল সার্ভিসেস কো-অর্ডিনেটর ডা. মারজিয়া জামান। তিনি বলেন, আমাদের সর্বাধুনিক উদ্ভাবন, সুস্বাস্থ্য, এআই আজকালকার কিশোর-কিশোরীদের যৌন, প্রজনন এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলার জন্য একটি উন্মুক্ত, নিরাপদ এবং সঠিক প্ল্যাটফর্ম তৈরি করবে এবং কোন প্রকার জাজমেন্টের ভীতি ছাড়াই তাদের সমস্যাগুলোর যথাযথ সমাধান হবে।
অনুষ্ঠানে সিমেড হেলথের প্রতিষ্ঠাতা অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন, সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. ফারহানা সরকার, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক মইনুল এইচ. চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।