
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মানাধীন দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করতে আসা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে সাংবাদিকদের ভীড়ের কারণে তাদের কথা উপদেষ্টার সাথে বলতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এরই জের ধরে তার খবর কাভারেজ করতে এসে স্থানীয় উত্তেজিত জনতার রোষানলে পরে হামলার শিকার হয়েছেন কমপক্ষে ৪ জন সাংবাদিক।
সোমবার (২৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলার নির্মাণাধীন দাওধারা গারো পাহাড় পর্যটন এলাকায় এই ঘটনা ঘটে।
সুত্র জানায়, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার উপজেলার নির্মানাধীন দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন আসেন। তার খবর কাভারেজ করতে যান জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা। উপদেষ্টা সরেজমিনে পোঁছে নির্মাণাধীন পর্যটনকেন্দ্রস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীরা উপদেষ্টার কাছে গারো পাহাড়ের বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এসব বিষয়ে তথ্য জানতে চান। একইসাথে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে নানা প্রশ্ন করেন সাংবাদিকরা। একপর্যায়ে রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা তার উত্তর না দিয়ে কথা বলা বন্ধ করে গাড়িতে উঠেন। এসময় স্থানীয় কিছু মানুষ অভিযোগ তুলেন সাংবাদিকরা উপদেষ্টাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে তাকে বিব্রত করেছেন। এমনকি সাংবাদিকরা নির্মানাধীন দাওধারা গারো পাহাড়ে পর্যটন কেন্দ্রটির স্থগিত হওয়া কাজ শুরু বা এখানে আদৌ পর্যটন কেন্দ্র হবে কি না এ সম্পর্কে উপদেষ্টাকে কোন কিছু জিজ্ঞাসা করেনি। এ কারনে উপস্থিত স্থানীয় লোকজন সাংবাদিকদের উপর ক্ষুব্ধ ও উত্তেজিত হন।
এসময় তারা সাংবাদিকদের উপদেষ্টার কাছ থেকে সরে যেতে বলেন। তারা নিজেরাই উপদেষ্টার সাথে কথা বলবেন মর্মে তার গাড়ির কাছে যান। পরে একপর্যায়ে উপদেষ্টার গাড়িবহর পর্যটনস্থান ত্যাগ করে মধুটিলা ইকোপার্ক এলাকায় সৃজিত দীর্ঘ মেয়াদি বন বাগান পরিদর্শন ও চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এদিকে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাওধারা গারো পাহাড় থেকে চলে যাওয়ার পর কোন সাংবাদিক উপদেষ্টাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন তাকে খুঁজতে থাকে উত্তেজিত জনতা। এ সময় কয়েকজন সাংবাদিক পর্যটন এলাকা থেকে বেরিয়ে আসার সময় তাদের উপর হামলা করে তারা। এতে এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকির আহত হন। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দাওধারা গারো পাহাড়ঘেরা বনভূমির ভেতর পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘিরে শুরু থেকেই বন বিভাগের আপত্তির প্রেক্ষাপটে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এলাকা সরেজমিনে পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি বনের জমিতে পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে কি না তা যাচাই করে দেখবেন বলে জানান। এছাড়া ওই এলাকায় বন্যহাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেন। তার এই ঘোষণার পরই স্থানীয় লোকজনের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুইপক্ষের লোকজন উপদেষ্টার গাড়িবহর ঘিরে ধরেন। একপর্যায়ে উত্তেজিত জনতা গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে নানা ধরনের তিরস্কারমুলক কথা বলেন।
হামলার শিকার বাংলা টিভির শেরপুর জেলা প্রতিনিধি নাইম ইসলাম বলেন, কিছু উত্তেজিত জনতা কোন কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর হামলা করেছে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একইসাথে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
বন বিভাগের তথ্যমতে, শেরপুরের গারো পাহাড় সংলগ্ন তিনটি উপজেলার তিনটি ফরেষ্ট রেঞ্জে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রায় ২১ হাজার একর বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ বনভূমি বর্তমানে দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে।
সম্প্রতি শেরপুর জেলা প্রশাসনের নির্দেশনায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন গারো পাহাড়ের দাওধারা বনাঞ্চলের ২২৩ একর খাস জমিতে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহন করে। বন বিভাগ শুরু থেকেই এই উদ্যোগের আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে সোমবার বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পর্যটন কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শনে আসেন।
সাংবাদিকদের উপর হামলার বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, উপদেষ্টা মহোদয়ের গাড়ি বহর চলে যাওয়ার পর কিছু উত্তেজিত জনতা কয়েকজন সাংবাদিকের উপর হামলা করার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এমন একটি ভিডিও প্রকাশ হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন প্রকার অভিযোগ দাখিল করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।