উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি কিছু দিন কমলেও নতুন করে আবারও বৃদ্ধি পাচ্ছে।
তবে ভয়াবহ বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া নতুন করে ঝিনাই ও ধলেশ্বরী নদীসহ জেলার সব নদনদীর পানি বাড়ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, নতুন করে পানি বৃদ্ধির ফলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। উপজেলার গোবিন্দাসী, গাবসারা, অর্জুনা ও নিকরাইল ইউনিয়নের বিভিন্ন এলাকাগুলোতে ব্যাপকভাবে ভাঙন অব্যাহত রয়েছে।
এদিকে ঈদুল আজহা সামনে রেখে লালনপালন করা গবাদিপশু নিয়ে শঙ্কা ভর করছে ছোট ছোট খামারিদের মাঝে। এমনিতে গো-চারণ ভূমিতে পানি ওঠায় ঘাস পচে নষ্ট হয়ে গেছে। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছেন তারা।