
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার জেলায় এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচ হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।পাশাপাশি চার হাজার মানুষের মাঝে দুই লাখ টাকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোট মালিঝিকান্দা এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এর আগে ধানশাইল ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, এখানে সরকারী ত্রাণ অপ্রতুল। ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়ার এবং ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পূনঃনির্মাণ করতে সহযোগিতা প্রদান, ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাধ সংস্কার করার আহ্বান জানান।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, মুড়ি, চিড়া, গুড়, তেল, পেঁয়াজ, আলু, স্যালাইন, গ্যাসলাইট, মোমবাতি, ও শিশুখাদ্যসহ ত্রাণ সামগ্রী।
ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।