শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির হামলায় আব্দুল করিম (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কবির (১৮) নামে এক যুবক। উপজেলার রানীশিমুল ইউনিয়নের ঝুলগাঁও গ্রামের সোনাঝুড়ি পাহাড়ে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোররাতে ধানক্ষেতে বন্যহাতি হামলা করলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত কবির একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এ ঘটনায় আব্দুল করিমের লাশ ও আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন স্থানীয়রা। আহত কবিরকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় বন্যহাতির আতঙ্ক বিরাজ করছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভোর রাতে একদল বন্যহাতি গহীন পাহাড় থেকে সমতলের ধানক্ষেতে নেমে আসে। এ সময় কবির ও করিমসহ ৪-৫ জন মিলে হাতির দলকে তাড়া করে। এ সময় হাতির পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন করিম মিয়া। গুরুতর আহত হন কবির। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আর আহত কবিরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, ধানক্ষেত পাহাড়া দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। বন্যহাতির হামলায় নিহত ব্যক্তির পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করতে বন বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।