ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। আজ ৫ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গুরুচরণ দুধনই গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে দুই মাসে বন বিভাগ ঝিনাইগাতী সীমান্তে দুটি হাতির মরদেহ উদ্ধার করলো। এর আগে গত ১ মে উপজেলার উত্তর গান্ধিগাঁও গ্রাম থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের একটি মাঠে কয়েকজন এলাকাবাসী একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বন বিভাগের তাওয়াকুচা বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন।
বন বিভাগের তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, মৃত হাতিটির বয়স ১২ থেকে ১৫ বছর হবে। এটি দাঁতাল মাদি হাতি। হাতিটির শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে এটি মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত করার পর এটিকে মাটিচাপা দেওয়া হবে বলে তিনি জানান।