শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণ থেকে কৃষককে বাঁচাতে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ধানের ন্যায্য মুল্য নিশ্চিত করতে, সরকারি মুল্যে ধান ক্রয় ও সমবায়ভিত্তিক সুদমুক্ত কৃষি ঋনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিতহয়েছে।
বুধবার (৭ জুন) বিকেলে জাতীয় কৃষক সমিতি শেরপুর জেলা কমিটির সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক হুমায়ুন মুজিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, সদস্য হারুন অর রশিদ ও ক্ষেত মজুর নেত্রী খালেদা বেগম প্রমুখ।
এরআগে পৌরশহরের আড়াইআনী বাজারস্থ কৃষক সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে তারাগঞ্জ উত্তর বাজারের শহীদ মিনার সংলগ্ন শহীদ মুক্ত মঞ্চেগিয়ে শেষ হয়।