‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়ায় বনসুন্দর খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে বাঁকাকুড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের আহবায়ক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলাঘর শেরপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. ইমাম হোসেন ঠান্ডু। এতে বক্তব্য দেন খেলাঘর জেলা শাখার সাধারণ সম্পাদক নন্দ সাহা, যুগ্ম সম্পাদক আব্দুল বারেক মঞ্জু, শেরপুর বার্ড কাবের সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার মো. মুগনিউর রহমান মনি, খেলাঘর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজীব বনিক, দপ্তর সম্পাদক মো. আঙ্গুর ইসলাম, ঝিনাইগাতী শতরূপা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায়, তেতুলতলা দিনমনি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন প্রমুখ।
সম্মেলনে মো. মাহফুজুর রহমানকে সভাপতি ও মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বনসুন্দর খেলাঘর আসরের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।