জামালপুর সদর উপজেলায় বজ্রপাতে উসমান গণি (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার নরুন্দি ইউনিয়নের বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। উসমান গণি ওই গ্রামের শহিদুল্লাহ শহিদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বুধবার (১৭ মে) দুপুরে উসমান গণি বিলপাড় মাঠে করছিলেন। একপর্যায়ে বৃষ্টিপাত শুরু হয়। ওইসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারকে জামালপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা সাহায্য দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।