বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১ এর মেঘনা গ্রুপের শেরপুর ভেন্যুর খেলায় শেরপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলা দল। এতে চ্যাম্পিয়নশীপের মেঘনা গ্রুপের প্লেইড পর্বের ফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলা দল। ১৩ ডিসেম্বর সোমবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ওই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
খেলার প্রথমার্ধে শেরপুর জেলা দল ও টাঙ্গাইল জেলা দলেে কেউই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ চালায় টাঙ্গাইল জেলা দল। পরে খেলার শেষ পর্যায়ে সৌরভের গোলে এগিয়ে যায় টাঙ্গাইল। পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ গোলের জয় নিয়ে প্লেইড পর্বের ফাইনালে চলে যায় টাঙ্গাইল। আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে শেরপুর জেলা।
এদিকে খেলা শেষে শেরপুর জেলা দলের স্ট্রাইকার মো. সোহেল ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেন। তাকে শেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ওইসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২১ এর খেলায় মেঘনা গ্রুপে হোম-অ্যাওয়ে ভিত্তিতে আটটি দল অংশ নেয়।