জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় সোমবার বিকেল ৩টায় পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত খেলায় জামালপুর জেলা ফুটবল দলকে (৩-১) গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা ফুটবল দল।
প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে নান্দনিক খেলা উপহার দেয় দুটি দলই। প্রথমার্ধের শেষ দিকে দর্শকদের মাতিয়ে জামালপুরের জালে কাঙ্খিত গোল করে শেরপুর দলকে এগিয়ে দেন আক্রমনভাগের খেলোয়ার গাউফিল মিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই শেরপুরের পক্ষে দ্বিতীয় গোলটি করেন রক্ষণভাগের খেলোয়ার আবু রাসেল রাজন।
এর কয়েক মিনিট পরই জামালপুর দলের মাঝ মাঠের খেলোয়ার আকাশ শেরপুরের জালে গোল দিলে ২-১ আসে জামালপুর দল। পরে খেলা শেষ হওয়ার আগে জামালপুরের জালে শেষ পেরেকটি মারেন সেই গাউফিল মিয়া। এরপর আর আক্রমনের চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি জামালপুর জেলা দল।
এর আগে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন শেরপুর স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তসহ অনেকে।