রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, সিলেট ও কক্সবাজারের তিন ভেন্যুতে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশের ন্যায় শেরপুরে র্যালি হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত র্যালিটি স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আগামী ১ অক্টোবর থেকে দেশের তিনটি ভেন্যুতে ৬ দেশের জাতীয় ফুটবল দল নিয়ে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট’। অংশগ্রহণকারী দেশগুলো হলো-ফিলিস্তিন, নেপাল, তাজিকিস্তান, ফিলিপাইন, লাওস ও স্বাগতিক বাংলাদেশ। সিলেট ভেন্যুতে খেলার উদ্বোধন করা হবে।