জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ ময়মনসিংহ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ময়মনসিংহ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেরপুর জেলা দল ১-০ গোলে ময়মনসিংহ জেলাকে পরাজিত করে। খেলায় প্রথমার্ধের ১৬ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করে ১৫ নং জার্সিধারি আক্রমণভারে খেলোয়াড় আরাফাত জনি ফেরদৌস। আক্রমন-পাল্টা আক্রমণে খেলাটি তীব্র প্রতিদন্ধিতাপূর্ণ হলেও সেই এক গোলের লিড ধরে রেখেই চ্যাম্পিয়ন হয় শেরপুরের কিশোররা। এরআগে জামালপুর জেলাকে ৩-০ গোলে পরিাজিত করে শেরপুর জেলা দল বিভাগীয় ফাইনালে ওঠে। শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম মাঠে বসে খেলা উপভোগ করেন এবং শেরপুর জেলা দলের কোচ গোলাম শাহরিয়ার রবীন ও খেলোয়াড়দের উৎসাহিত করেন।
খেলা শেষে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শামীম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কারের ট্রফি ও মেডেল বিতরণ করেন। ফাইনালের গোলদাতা শেরপুরের আরাফাত জনি ফেরদৌস ‘ম্যান অব দি ফাইনাল’ এবং আক্রমণভাগের আরেক খেলোয়াড় সাজীদ হাসান জুম্মন ‘ম্যান অব দি টুর্নামেন্ট’ পুরষ্কার লাভ করেন।