কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ বিক্ষোভ মিছিল করেন তাঁরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান বাছির, আকাশ, আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদ আল প্রত্যয়, অনিন্দ্য চন্দ তিলক, নাহিদ, সাংগঠনিক সম্পাদক রাসেল, তিয়াস, তাশদীদুর রহমান, দপ্তর সম্পাদক শাহরিয়ার সানি, প্রচার সম্পাদক সিয়ামসহ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, বিজয়ের মাস আমরা কি দেখলাম। যিনি আমাদের এ বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা করেছে। এই ডিসেম্বরে কারা এই কাজ করতে পারে? ১৯৭১ সালে যারা বাংলাদেশকে স্বীকার করেনি, যারা পাকিস্তানের প্রেতাত্মা তারা এই কাজ করেছে বলে তিনি দাবি করেন।