জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা’ ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন, দায়িত্ব প্রাপ্ত উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, বিএডিসি (টিসি) উপ-পরিচালক রফিকুল ইসলাম,
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মোঃ শামসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম সোহেল, উপজেলা শিক্ষা বিয়ষক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আলতাব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।
এছাড়াও উক্ত র্যালীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।