ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৯ জানুয়ারি) প্রধামন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় আইনটির খসড়া অনুমোদন দেয়া হয় বলে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার পাশাপাশি ৫৪, ৫৫, ৫৬, এবং ৬৬ ধারাও বাদ গেছে নতুন আইনে। এছাড়া ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং বিকৃত তথ্য দিলে ১৪ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বলে জানান শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মানহানিকর তথ্য পরিবেশনের জন্য খসড়া আইনে ৩ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।’
সভায় মন্ত্রিসভা সংবিধানের সপ্তদশ সংশোধন আইন-২০১৮ এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।