শেরপুরের পর এবার বগুড়াতে পথ চলা শুরু হলো নারী রক্তদান সংস্থা নামের রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন। একতা, সততা, সেবা এই স্লোগানে শুক্রবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় সংগঠনটির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
জরুরী প্রয়োজনে রক্তের সন্ধান ও রক্ত সরবরাহ করার প্রয়াসে ১জন আহবায়ক ও ৮ জন সদস্যের সমন্বয়ে যাত্রা শুরু করেছে সংগঠনটি। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহবায়ক হিসেবে তুহিন আক্তার রিয়া ও সদস্য হিসেব লাকী খাতুন, ফাতেমা আক্তার রত্না, মরিয়ম আক্তার, রুমা খাতুন, আঁখি খাতুন, মিম আক্তার, ছনি আক্তার এবং মনিকা আক্তারের নাম ঘোষণা করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইয়ুব আলী, নারী রক্তদান সংস্থা, শেরপুর জেলার আহবায়ক পঞ্চমী দেব রুমা।
উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর ২০১৭ থেকে শেরপুরে যাত্রা শুরু করে নারী রক্তদান সংস্থা। এর ধারাবাহিকতায় সারা দেশে সংগঠনটির কার্যক্রম চালু করার সিদ্ধান্ত হয়।
আরো পড়ুন : শেরপুরে প্রথবারের মত নারী রক্তদান সংস্থার কার্যক্রম শুরু