পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার(৪ ডিসেম্বর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থী চূড়ান্ত করে। দীর্ঘ যাচাইবাছাই শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তক্রমে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৫ ইউনিয়নে নৌকার মাঝিদের নাম ঘোষণা করা হয়েছে।
নিলক্ষিয়া ইউনিয়নের নজরুল ইসলাম সাত্তার, সাধুরপাড়া ইউনিয়নে মাহমুদুল আলম বাবু,বগারচর ইউনিয়নের গাজী হোসেন আলী, কামালপুর ইউনিয়নে মশিউর রহমান লাখপতি, মেরুরচর ইউনিয়নে সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকা প্রতীকে মনোনীত হয়েছে।
উল্লেখ্য যে, আগামি ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।