জামালপুরের বকশীগঞ্জে ব্যবসায় প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ মার্চ) বিকালে পৌরশহরে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ৬ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান দৈনিক অধিকারকে জানান, এই অভিযান অব্যাহত থাকবে।