জামালপুরের বকশীগঞ্জে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) দুপুরে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হরমুজ আলী হিরু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ম.ন.জ. সরকার বাবুল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি বজলুর রশিদ।
এসময় বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।