দৈনিক কালের কন্ঠ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তফা মঞ্জুর উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বকশিগঞ্জ সাংবাদিক পরিষদের আয়োজনে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে বকশিগঞ্জ মালিবাগ মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বকশিগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি আশরাফুল হায়দারের সভাপতিত্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলে বক্তব্য রাখেন বকশিগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারন সম্পাদক এইচ এম মোসা আলী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমদাদুল হক লালন, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রেসক্লাব শ্রীবরদীর সহ-সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, যুগ্ম-সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমূখ। মানববন্ধন কর্মসুচিতে স্থানীয় সুধি সমাজসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন। মানববন্ধন কর্মসুচি পরিচালনা করেন সাংবাদিক পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রনি।