শেরপুরের নালিতাবাড়ীতে ফ্রিজের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাসেল নামে এক ব্যবসায়ী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের আবু হারেজের ছেলে এবং শহরের উত্তর বাজার এলাকার শাপলা ডিজিটাল কম্পিউটার এন্ড প্রিন্টার্স এর ব্যবসায়ী।
সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী পৌরশহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে এসে বাড়িতে থাকা ফ্রিজের নষ্ট বৈদ্যুতিক লাইন মেরামত করতে যান রাসেল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে শুক্রবার (২ জুন) সকালে নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।