কাতার বিশ্বকাপে বুধবার রাতে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হয় তিউনিসিয়া।
‘ডি’ গ্রুপের এই হাইবোল্টেজ ম্যাচে ১-০ গোলে জিতেছে তিউনিসিয়া।কিন্তু ভাগ্য নিজেদের হাতে ছিল না।
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জিতলেও শেষ ষোলোতে যাওয়া হল না। এই ম্যাচের শেষ পর্যায়েই খবর আসে, ডেনমার্ককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে অস্ট্রেলিয়া।
তবে কাতার বিশ্বকাপ থেকে ফেরার আগে দারুণ এক অর্জন সঙ্গে নিয়ে গেল তিউনিসিয়া। বিশ্বকাপে থামাল ফ্রান্সের জয়রথ।
ম্যাচে দারুন খেলে জয় পেয়েছে তিউনেসিয়া। শেষ মুহূর্তে অঁতোয়ান গ্রিজমান বল জালে পাঠালেও অফসাইডের জন্য গোল পায়নি ফ্রান্স।