সীমান্তবর্তী জেলা শেরপুরের নারীদের নিয়ে ফেসবুক গ্রুপ “নন্দিত নন্দিনী”র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ম বর্ষপূর্তী উপলক্ষে অর্ধ-শতাধিক অনাহারীর মুখে খাবার তুলে দেয় গ্রুপের এডমিন-মডারেটররা।
৩০ মার্চ বুধবার দুপুরে গ্রুপটির বর্ষপূর্তী উপলক্ষে শেরপুর পৌরপার্কে অর্ধ-শতাধিক অনাহারীকে খাবারের ব্যবস্থা করে গ্রুপটি। খাবারের পর তাদের মাস্ক প্রদান করা হয়।
এসময় গ্রুপের এডমিন ও মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন সুস্মিতা শীল, তিথি নন্দী, ডাঃ অনন্যা হোড়, লুৎফুন্নাহার স্বর্না, নুসরাত তাবাসসুম মিম, প্রিয়ন্তী ভট্টাচার্য প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন প্রভাষক মহিউদ্দিন সোহেল, ক্রীড়া সংগঠক ও মানবাধিকার কর্মী রাজিব আহম্মেদ।
গ্রুপ সম্পর্কে ডাঃ অনন্যা হোড় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আচ্ছা, ফেসবুকে ভালো কিছু হয় নাকি? ভ্রু কুঁচকে অনেকেই প্রশ্ন তুলে, ফেসবুক কেবল সময় নষ্ট। না, ভাল কিছুও সম্ভব। আর ভাল কিছু করা সম্ভব থেকেই কাজ করে যাচ্ছে “নন্দিত নন্দিনী”।
সুস্মিতা শীল বলেন, সীমান্তবর্তী জেলা শেরপুরের নারীদের নিয়ে এ গ্রুপ কাজ করছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন পন্যের বিজ্ঞাপন, বেচা-বিক্রি ইত্যাদি নিয়ে কাজ করছে আমাদের গ্রুপটি। এছাড়াও টিউটর দিচ্ছি-নিচ্ছি, চাকুরির বিজ্ঞপ্তি, পড়াশোনা সংক্রান্ত পোস্ট ইত্যাদি সেবাও দিয়ে যাচ্ছে গ্রুপটি।
তিথি নন্দী বলেন,’নন্দিত নন্দিনী’র বর্ষপূর্তী উপলক্ষে অনাহারীদের একবেলা খাবার দিতে পেরে খুব ভাল লাগছে। এই ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরাও আনন্দিত। “সমাজের বিত্তবানরা এই অনাহারীদের পাশে দাঁড়াবে” এই প্রত্যাশা রইলো।