বলিউডের মতো টলিউডেও করোনায় আক্রান্ত তারকাদের তালিকা ধীরে ধীরে লম্বা হচ্ছে। শুক্রবার জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর আক্রান্ত হওয়ার খবর আসে। পরের দিন নির্মাতা সৃজিত মুখার্জী জানান তিনিও করোনায় আক্রান্ত।
এবার অভিনেত্রী পার্নো মিত্র জানালেন, তিনিও আক্রান্ত হয়েছেন মহামারি এই ভাইরাসে। সোশ্যাল মিডিয়ায় পার্নো লিখেছেন, ‘আমি আবার করোনায় আক্রান্ত। তবে খুব অল্প সংক্রমণ আছে। ইতোমধ্যে নিভৃতবাসে চলে গিয়েছি।’
তিনি আরও লেখেন, ‘অনুরোধ করছি, গত কয়েক দিনে যারা আমার সঙ্গে ছিলেন বা আমার সংস্পর্শে এসেছেন, নিজেদের নিভৃতবাসে রাখুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। সবাই দয়া করে মাস্ক ব্যবহার করুন ও সাবধানে থাকুন।’
এর আগে গত বছরের এপ্রিলে যখন বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন, তখন করোনায় আক্রান্ত হয়েছিলেন পার্নো। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পরও এই অভিনেত্রী দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন।