বিশ্ব বন্ধু দিবস। শুধু আজকের দিনেই নয়, বন্ধুকে স্মরণ করতে চাই প্রতিটি মুহূর্তে। চলচ্চিত্র আমার পেশাগত জায়গা। কাজ করতে গিয়ে অনেকের সঙ্গেই আমার সুসম্পর্ক গড়ে উঠেছে। চলচ্চিত্রে আমার অনেক বন্ধু রয়েছে। তাদের মধ্যে ফেরদৌসের সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো। বিভিন্ন বিষয় ফেরদৌসের সঙ্গে শেয়ার করি। ফেরদৌসও আমার সঙ্গে অনেক বিষয় শেয়ার করে। আমরা বেশ ভালো বন্ধু, সেই থেকে এখন পর্যন্ত।
আমার দুজন মিলে বেশ ক’টি সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছি। দু’জন এক হলে সেখানে আড্ডা হয়ে যায়। শুটিং সেটে শুটিংয়ের ফাঁকে ফাঁকে আড্ডায় বসে বেলা শেষ করে ফেলতাম। এ নিয়ে প্রায়ই নির্মাতারা অভিযোগ করতো।
ফেরদৌসের পরিবারের সঙ্গে আমার পরিবারের সম্পর্কটাও বেশ। ঘরোয়া আয়োজনে প্রায়ই আমরা একে অপরকে নিমন্ত্রণ জানাই। সেখানেও জমে উঠে আমাদের আড্ডা। এই তো গত ২ আগস্ট আমাদের (চিত্রনায়ক ওমর সানী-মৌসুমী) বিবাহিত জীবনের দুই যুগ পূর্তি হলো। আমাদের শুভেচ্ছা জানাতে ফেরদৌস এসেছে। ঘরোয়া এই আয়োজনে শুভেচ্ছা জানাতে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই এসেছেন। আমরা সবাই মিলে দারুণ কিছু সময় কাটিয়েছি।