ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নানার বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় নিশাত (১১) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার ভবানীপুর ব্রিজনির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশাত উপজেলার আছিম পাটুলী গ্রামের আজাহারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিশাত তার মায়ের সঙ্গে নানার বাড়ি সোয়াইতপুর থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। পথে ভবানীপুর ব্রিজনির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিশাত মারা যায়।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ট্রাক ও অটোরিকশাসহ দুই চালককে আটক করা হয়েছে। নিহত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।