ময়মনসিংহের ফুলপুরে বিড়াল বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের পাইকপাড়া মোড়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম এরশাদ আলী। ৫৫ বছরের এরশাদের বাড়ি কাজিয়াকান্দা গ্রামে।
ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী এসব নিশ্চিত করেছেন
পরিবারের বরাতে তিনি জানান, এরশাদ আলীর হোটেলের রান্নার চুলার সঙ্গে ছিল বিদ্যুতের খুঁটি। সেখানে টানা তারের সঙ্গে একটি বিড়াল আটকে ছটফট করছিল। তা নজরে পড়ে এরশাদের। তিনি বিড়ালটি বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এরশাদের পরিবার কারোও বিরুদ্ধে অভিযোগ করেনি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।