ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনে গণহত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। শনিবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ ও সমাবেশ করা হয়।
এ উপলক্ষে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মিনার এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নালিতাবাড়ী উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য রীতারাণী পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। আরো বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য হুমায়ুন মুজিব, উম্মে কুলসুম, মাসুদ আহমেদ ও জেলা যুব মৈত্রীর আহবায়ক রাজু আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। এছাড়া অবিলম্বে হামলা বন্ধ করে ফিলিস্তিনী নারী শিশুদেরকে নিরাপত্তা ও চিকিৎসা সেবা দিতে জাতিসংঘের প্রতি দাবি জানান তারা।