শেরপুরের তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার ৮ দিন পেরিয়ে গেলেও কোন রহস্য উন্মোচন হয়নি। তাই বুধবার নালিতাবাড়ী উপজেলায় কমরত সাংবাদিকরা মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ হাকাম হীরার সভাপতিত্বে মানববন্ধনে জেলা প্রেসক্লাবে সভাপতি শরিফুর রহমান, আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেন রায়, সিনিয়ন সাংবাদিক সামদেুল ইসলাম তালুকদার, টিআইবির আঞ্চলিব ব্যবস্থাপক আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, সাংবাদিক আব্দুল মান্নান, জাহাঙ্গীর ইসলাম তালুকদার, মনিরুল ইসলাম, আব্দুল মোমেন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনের আলোচনা সভার সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আহসান।
গত ২১ মে মঙ্গলবার শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক কাকন রেজার জ্যেষ্ঠ ছেল এবং অনলাইন নিউজ পোর্টাল প্রিয়.কমের ইংরেজি সেকশনের সাবেক সহ-সম্পাদক ইহসান ইবনে রেজা ফাগুন রাতে ঢাকা থেকে ট্রেনে করে একটি ল্যাপটপসহ জামালপুরে ফিরছিলেন। কিন্তু ময়মনসিংহের পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে ওই দিন রাতেই জামালপুর জেলার নান্দিনার রানাগাছা এলাকায় রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়।