প্লাস্টিকের চাল তৈরির খবরের কোনো ভিত্তি নেই মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ৬ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
সম্প্রতি গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার বিষয়টি গণমাধ্যমে এলে বিষয়টি নিয়ে ভোক্তাদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ড. আবদু রাজ্জাক বলেন, ‘প্লাস্টিকের চালের খবরের কোনো ভিত্তি নেই। আমি জেলা প্রশাসক (ডিসি), ডেপুটি ডিরেক্টরের (কৃষি) সঙ্গে কথা বলেছি, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই চাল এনে রান্না করা থেকে শুরু করে মুড়ি পর্যন্ত বানানো হয়েছে। সেটা প্লাস্টিকের চাল- এটা কোনোক্রমেই বাস্তবসম্মত না।’
‘দেশের চাল এখন সারপ্লাস, চাষিরা বিক্রি করতে পারছে না’ বলেও জানান কৃষিমন্ত্রী।