“মানবতার কল্যানে নিবেদিত হোক সাংবাদিকতা” এ স্লোগানকে সামনে রেখে ভারত শেরপুরের সিমান্তবর্তি পিকনিক স্পট পানিহাটায় প্রেসক্লাব নালিতাবাড়ীর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত প্রেসক্লাবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা বাংলা ভিশন প্রতিনিধি আলহাজ হাকাম হীরা, ইত্তেফাক প্রতিনিধি সামেদুল ইসলাম তালুকদার, সংবাদ প্রতিনিধি গোপাল চন্দ্র সরকার, বৈশাখী টিভির বিপ্লব দে কেটু, ইনকিলাব প্রতিনিধি মঞ্জুরুল আহসান, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি এম. সুরুজ্জামান, নয়া দিগন্ত প্রতিনিধি আঃ মোমেন, দেশের কন্ঠের জাফর আহম্মেদ, আজকের পত্রিকার অভিজিৎ সাহা, ঊষারবানী প্রতিনিধি প্রিন্সিপাল মনিরুজ্জামান, মানব কন্ঠের এম উজ্জল, তিনানীর কাগজের মুক্তার হোসেন, স্বাধীন বাংলার শাহাদাত তালুকদার প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।