শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব নালিতাবাড়ীতে দুই তরুণ সাংবাদিককে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এম. এ. হাকাম হীরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটুর আহবানে প্রেসক্লাবের সভাকক্ষে এক জরুরী সভায় সিদ্ধান্তক্রমে তরুণ সাংবাদিক এম. সুরুজ্জামান এবং সানী ইসলামকে সদস্য হিসেবে নেওয়া হয়।
সূত্রে জানা গেছে, এম. সুরুজ্জামান জাতীয় দৈনিক আমাদের সময়ের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি অনলাইন সংবাদ মাধ্যম বিডি২৪লাইভ ডটকমের শেরপুর জেলা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন শেরপুর টাইমস ডটকমের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে, আরেক তরুণ সাংবাদিক সানী ইসলাম জাতীয় দৈনিক কালের কন্ঠের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি দৈনিক বর্তমান, দৈনিক খোলা কাগজে কাজ করেছেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের শেরপুর জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তাই এই দুই তরুণ সাংবাদিককে এক জরুরী সভায় সিদ্ধান্তক্রমে প্রেসক্লাবে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু বলেন, আমরা সবাই সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের সাংবাদিকতা মানবতার কল্যানে। তাই এই দুই তরুণ সাংবাদিককে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে। তাদের প্রতি শুভ কামনা রইলো।