বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার মন্তব্যের নিন্দা জানিয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাতে তিনি দাবি করেন যে বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু উধাও হয়ে গেছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, এটা সত্য যে তিনি ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন, কিন্তু তিনি আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেননি।
প্রিয়া সাহার দাবির সঙ্গে সংগঠনের দ্বিমত উল্লেখ করে রানা বলেন, তিনি যা করেছেন তা নিজ দায়িত্বে করেছেন। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
ঐক্য পরিষদ প্রিয়া সাহাকে সাময়িক বহিষ্কার ও সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, তিনি ফিরে আসলে তার বক্তব্য শোনার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
রানা বলেন, যদি ডিজএপিয়ার বলতে তিনি স্বাধীন বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের নিখোঁজ হয়ে যাওয়া বুঝিয়ে থাকেন তাহলে এটি মিথ্যা এবং আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি জানান, ওই অনুষ্ঠানে ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অশোক বড়ুয়া, প্রেসিডিয়াম সদস্য নির্মল রোজারিও ও যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটার্জি অংশ নিয়েছিলেন।
প্রিয়া সাহা ১৬-১৮ জুলাই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের আয়োজনে ধর্মীয় স্বাধীনতার অগ্রগতি বিষয়ে দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেন।