যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা দেশবিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক। এ ধরনের বক্তব্য দেওয়ায় তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘ফিউচার অফ বাংলাদেশ’।
শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এসময় মানববন্ধনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন বলেন, ‘বহির্বিশ্বে এমন ভিত্তিহীন তথ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে প্রিয়া সাহার নাগরিকত্ব বাতিলের দাবি করছি। তার নাগরিকত্ব বাতিল না করলে ফিউচার অফ বাংলাদেশসহ সারাদেশের মানুষকে একত্রিত করে আন্দোলন করে যাবো। কেননা তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন।’
রকিবুল ইসলাম রিপন বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এখনও পর্যন্ত প্রিয়া সাহার বিরুদ্ধে কোনও ব্যবস্থা বা বিবৃতি দেয়নি। এই সংগঠনের নেতাদের সঙ্গে তার কোনও যোগসূত্র আছে কিনা সরকারকে তা খতিয়ে দেখার অনুরোধ করছি।’
সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আজিজের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কে জি সেলিম, মহিউদ্দিন সজীব, অ্যাডভোকেট মোজাম্মেল হক, তানভীর আহমেদ, শাহজাহান কামাল, মুক্তার আকন্দ প্রমুখ।
প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন।
ট্রাম্পকে অনুরোধ করে তিনি বলেন, প্লিজ আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ আছে। আমার অনুরোধ, আমাদের সাহায্য করুন। আমরা দেশ ছাড়তে চাই না।
তিনি বলেন, তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু বিচার হয়নি।
তখন প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চান- কারা তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, জমি কেড়ে নিয়েছে। জবাবে প্রিয়া বলেন, তারা মুসলিম মৌলবাদী, তারা সব সময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে।